নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কুতুব আলী (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি চারঘাটের মুক্তারপুর গ্রামের ওমেদ আলীর ছেলে। বুধবার দুপুরে পুঠিয়ার বানেশ্বর কলাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন জানান, ট্রাক চালক কুতুব চারঘাট থেকে বালি নিয়ে যাচ্ছিল। পথে কলাহটি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক মারা যায়। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০