রাজশাহীর পুঠিয়ার সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে আবেদন করেছে অভিভাবকগন।
বুধবার (১১ মে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলীর নিকট লিখিতভাবে এ আবেদন করা হয়।
আকরাম আলী নামের একজন অভিভাবক জানান, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করা হয় না। পছন্দের কিছু লোক দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এতে করে বিদ্যালয়টি ঠিকমত পরিচালিত হয় না।
ফরিদা বেগম নামের আরেক অভিভাবক জানান, এক যুগের বেশি সময় ধরে এই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন হয় না। মুখচেনা কিছু লোককে দিয়ে বিদ্যালয়টি পরিচালনা করা হয়। বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ। এবার আমরা নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক পদ্ধতিতে ম্যানেজিং কমিটি চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন দাবি করে আমার কাছে একটি আবেদন করেছে অভিভাবকগন। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০