পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় মোছাঃ রজুফা বেগম (৪৫) নামের এক নিঃস্তান নারীকে হত্যার হুমকি দেয়েছে তার স্বামী ও সতিনে ছেলেরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাজার এলাকায়। জানাগেছে, বিড়ালদহ মাজার এলাকার আঃ রহমানের দ্বিতীয় স্ত্রী রজুফা বেগম। রজুফা বেগমের সন্তানাদি হবেনা জেনেই গত সাত বছর আগে বিয়ে করেন আঃ রহমান। বিয়ের পর থেকে রজুফা বেগক তার বাবার বাড়ি নামজ গ্রামে আলাদা ভাবে স্বামী আঃ রহমানকে নিয়ে বসবাস করতেন। এতে আব্দুর রহমানের প্রথম স্ত্রীর সাথে মনমালিন্য সৃষ্টি হয়। এ সময় আঃ রহমান তার প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে সম্পর্ক রাখতেন না। পরে গত দুই মাস আগে আঃ রহমান তার দ্বিতীয় স্ত্রী রাজুফা বেগমের সাথে সম্পর্ক ছিন্ন করে বিড়ালদহ মাজারে নিজের বাড়িতে প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে বসবাস সুরু করেন। গত ১২ সেপ্টেম্বর শনিবার রজুফা বেগম ব্যক্তিগত কাজে বিড়ালদহ মাজরে মাসুদ ডাক্তারের ঘরে যান। মাসুদ ডাক্তারের ঘরে রজুফা বেগমেকে দেখতে পয়ে তার সতিন শাহানাজ বেগম, স্বামী আঃ রহমান, আঃ রহমানের ছেলে সজল ও সবুর আলী রজুফা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ বিভিন্ন ধরনে ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়। গতকাল ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রজুফা বেগম পুঠিয়া থানা একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০