রাজশাহীর পুঠিয়ায় খড়ির ঘর থেকে আমেনা বেগম (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
তবে নিহতের লাশ দেখে রহস্যজনক মৃত্যু বলে দাবী করেছেন স্বজনরা। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছে।
নিহত আমেনা বেগম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কেওড়াজোড়া গ্রামে অজিউল্লার স্ত্রী। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে পরিবারের লোকজন নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
অজিউল্লা জানান, গতরাতে আমাদের বাড়িতে নাতনি ও তার স্বামী বেড়াতে আসে। রাতে তাদের সাথে খাবার খায় আমার স্ত্রী। তবে ঘুমানোর জায়গা সংকুলান না হওয়ায় আমেনা প্রতিবেশী একজনের বাড়িতে ঘুমাতে যায়। এরপর সকালে পরিবারের লোকজন তাকে খড়ির ঘরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। তবে ওই পরিবারের দেয়া তথ্য ও লাশ দেখে রহস্যজনক মনে হচ্ছে।
এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, কারও সাথে তার কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই। কেনো এটা হলো বুঝতে পারছি না।
এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ আমেনার লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া চুড়ান্ত ভাবে কিছুই বলা যাচ্ছে না।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০