পুঠিয়ায় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ২:১৬ পি.এম
পুঠিয়ায় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত
ধাওয়া খেয়ে পালাতে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর বাজারে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে কভার ভ্যানের হেলপার নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বানেশ্বর ফিল্লিং স্টেশন নামের তেলপাম্পের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার ভ্যানের হেলপারের নাম আবদুল লতিফ (৫৫)। তিনি নোয়াখালী জেলার সেনভাগ থানার ইদিলপুর গ্রামের আলী আজমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বানেশ্বর বাজারে রাস্তার পাশে চায়ের দোকানে জটলা বাধে। এ সময় প্রশাসন বাজারের জনসমাগম ছত্রভঙ্গ করেতে অভিযান চালায়। লোকজন দৌড়ে পালাতে থাকে। এ সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে আব্দুল লতিফ। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পবা হাইওয়ে শিবপুর ফাঁড়ির ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, নিহত লতিফ মাদারবাড়ি পরিবহন সস্তা কর্গো সার্ভিস(চট্ট মেট্রো ট-১১-৮৪১৪ ) কভার ভ্যান হেলপার। তারা কভার ভ্যান নিয়ে নোয়াখালী ফিরছিলো। বানেশ্বরে একটি চায়ের দোকানে চা খেতে থেমেছিলো। এ সময় দুর্ঘটনা স্বীকার হন। প্রাইভেট(ঢাকা মেট্রো গ-২৬-৩৯২৩ )কারটি জব্দ করা হয়েছে।
ধাক্কা লাগা প্রাইভেট কারের মালিক বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বলেন, আমি পুঠিয়ার দিকে যাচ্ছিলাম। এসময় বানেশ্বর বাজারে একজন দৌড়ে এসে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে শুনেছি। এখানে আমার গাড়ির ড্রাইভারের কোন দোষ নেয় বলে দাবি করেন তিনি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০