রাজশাহীর পুঠিয়ায় রাতের আধারে দূর্বৃত্তদের দেয়া আগুনে ইসমাইল হোসেনের মুরগির খামার পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার আগেই খামারে থাকা দেড় হাজার মুরগি পুড়ে মারা গেছে।
রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হাড়োগাথি গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মানিক ফকিরের ছেলে।
প্রতিবেশী শামিম হোসেন জানায়, রোববার ভোররাতের দিকে ইসমাইল হোসেনের মুরগির খামার থেকে আগুনে পোড়ার শব্দ শোনা যায়। এরপর আশেপাসের লোকজন আগুন নেভাতে আসার আগেই ঘরের ভেতরে থাকা মুরগিসহ সবকিছু পুড়ে যায়।
খামার মালিক ইসমাইল হোসেন জানায়, প্রতিবেশী একজনের জমি লিজ নিয়ে মুরগির খামার তৈরি করা হয়েছে। এরপর এনজিও থেকে ঋন নিয়ে এক হাজার ৫০০ মুরগি পালন করছি। গতরাত ২টা পর্যন্ত খামারেই ছিলাম। এরপর মুরগি গুলো দেখে বাড়িতে যাই। ভোরেরদিকে প্রতিবেশীরা খবর দেয় খামার কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে।
এরপর এসে দেখি সব শেষ। একটি মুরগিও জীবিত নেই। ঘর ও মুরগি মিলে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও সে জানায়।
এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, মুরগির খামারে আগুন ধরিয়ে দেয়ার বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ আসলে অব্যশই তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০