নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া থেকে ২জন ভুয়া সিআইডি পুলিশকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহীর মোহনপুর উপজেলার হাফিজুর (৩৪) ও বাবুল (৩৫)। সোমবার মধ্যরাতে পুঠিয়ার বানেশ্বর বাজারের একটি আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
জান গেছে, পুঠিয়ার বানেশ্বর বাজারের একটি হোটেলের সামনে হাফিজুর ও বাবুল সিআইডি পুলিশের সিভিল স্টাফ পরিচয় দিয়ে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা করছিলো। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে পুলিশের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ জানান, দুই ভুয়া পুলিশ কে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা এই অপকর্ম করে আসছিলো।
খবর২৪ঘ ন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০