নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ ডাক বিভাগের “কৃষকবন্ধু ডাক সেবা” এর আওতায় প্রান্তিক কৃষক, ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম রাজশাহী জেলা থেকে বিনামূল্যে ঢাকায় প্রেরণ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত মহামারীর এই দূর্যোগকালে ক্ষুদ্র কৃষকদের সেবা হিসেবে এর আনুষ্ঠানিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার ।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে, সেখানে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামসুল হক, রাজশাহী ডাক বিভাগের পরিচালক রশিদ কুমার শীল, রাজশাহী জেনারেল উত্তরাঞ্চলের পোষ্টমাস্টার শফিকুল আলম।
আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, আম চাষী ও ব্যবসায়ীরা।খবর২৪ঘন্টা / এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০