রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় আব্দুস সামাদ (৫০) নামের একজন ভ্যানচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। রাতে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
এদিকে হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও তৎক্ষনিক চালক-হেলপার পালিয়ে যায়।
মঙ্গলবার (৪অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার গ্রাম ঝলমলিয়া এলাকার মৃত শের মন্ডলের ছেলে।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ওসি মোফাখ্খারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানে সজরে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতেই সে চিকিৎসাধিন অবস্থায় মারা যায। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০