পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম মোল্লা (২৪) নামের এক মোটরসাইকেল মিস্ত্রী নিহত হয়েছে। সে উপজেলার রমজীবনপুর গ্রামের জামাল উদ্দিন মোল্লার ছেলে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা কাঁঠালবাড়িয়া আজরাঈলের মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পুঠিয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেল মিস্ত্রী নিহত শরিফুল মোটারসাইকেল যোগ নাটোরের দিকে যাচ্ছিল। পথে মধ্যে উক্ত স্থানে পৌছানো মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গামী ট্রাক (নং ঢাকা মেট্রো-১৮-১১১০) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থালে শরিফুল মারা যায়। পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনা স্থালে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ পুঠিয়া খান ফিলিং স্টেশনের রাখা ঘাতক ট্রাকটিকে আটক করে। সেসময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০