পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০১৮, ৮:২১ পি.এম
পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস কাঞ্চন সুইট (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সুইট উপজেলার বানেশ্বর থান্দার পাড়া গ্রামের ইদ্রিশ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার সময় নিহত সুইট উপজেলা সদরের উত্তরা ব্যাংক থেকে ১ লক্ষ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর ঢালান নামক স্থানে বিপরীতগামী একটি অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থালে গুরুত্বর আহত হয়।
খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যদের ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত সুইটকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সে মারা যায়। সেসময় সুইটের কাছে থাকা ১ লক্ষ টাকার ব্যাগটি পাওয়া যায়নি বলে তার পরিবারের সদস্যরা জানায়।খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০