রাজশাহীর পুঠিয়ায় লাইসেন্সবিহীন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সপ্তম শ্রেণির ছাত্র মাসুম (১২) রামেক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।
সে পুঠিয়ার বারোপাখিয়া গ্রামের মাহবুব আলীর ছেলে। প্রতিবেশীরা ৯৯৯ এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (৩০ মার্চ) মাসুমের বাড়ির সামনের রাস্তায় পুকুর খনন করা মাটি বহনকারী বেপরোয়া গতির একটি ট্রাক্টর তার উপর দিয়ে চলে যায়।
এব্যাপারে মাসুমের বাবা রাতই পুঠিয়া থানায় দুইজনের বিরুদ্ধে জিডি করেন। তারা হলেন পুকুর মালিক শাহীন আলী ও ট্রাক্টর চালক দিলদার হোসেন। তাদের বাড়ি পুঠিয়ার জিউপাড়া এলাকায়।
মাসুমের বাবা জানান, প্রতি রাতেই পুকুর খনন করা মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর চলে বাড়ির সামনের রাস্তা দিয়ে। বুধবার রাতে মাসুম রাস্তার ওপারে চাচার বাড়িতে যাচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে মাটি বহনকারী ট্রাক্টর তার উপর দিয়ে চলে যায়। পরে ৯৯৯ তে কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমরা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। তার বাবা জিডি করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক্টর ও তার ড্রাইভারের কোনো লাইসেন্স ছিল না বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০