পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বরে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ভ্যান দুমড়েমুচড়ে ঘটনাস্থলে বৈশাখী (৯) নামের এক শিশু যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২.৪০ মিনিটে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর নাসির বিড়ি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় চালকসহ দুই জন আহত হয়েছেন। নিহত বৈশাখী বেলপুকুর উপজেলার তাড়াশ গ্রামের হাসেন আলীর আলীর মেয়ে।
এ বিষয়ে পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ি ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করছেন। আহত দুইজন হলো, দুর্গাপুরের ভাংগিরপাড়া এলাকার ভ্যান চলক লিটন(৪০) ও আজিবারের স্ত্রী সফুরা বেগম(৩৫)।
জানা যায়, শুক্রবার দুপুর ১২.৪০ মিনিটের সময় বেলপুকুরের ধাদাস থেকে বানেশ্বরেরর উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী একটি ভ্যান, রাজশাহী-সড়কের বানেশ্বর নাসির বিড়ি ফ্যাক্টরির সামনে প্রয়োজনীয় কাজে দাঁড় করেন। এসময় রাজশাহী থেকে নাটোর দিকগামী একটি ট্রাক(যশোর ট-১১-০৯৪৬) ওভারটেক করতে গিয়ে ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এ সময় ভ্যানটি দোমড়েমুচরে যায় এবং রোডে পড়ে গিয়ে ঘনাস্থলেই বৈশাখীর মৃত্যু হয়। সে চালক লিটন ও সফুরা বেগম(৩৫), নামের যাত্রী গুরুতর ভাবে আহত হলে, স্থানীয় লোকজন চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতে নিয়ে যায়। ট্রাকটিকে স্থানীয়রা আটক করলে ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করেন।
উল্লেখ্য, রাজশাহী-ঢাকা মহাসড়কে চার্জার ভ্যান, আটো রিক্সা, নছিমুন-করিমনসহ বিভিন্ন তিন চাকার অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও কথীত চেনমাষ্টারের যোগসজসে বেপড়য়া ভাবে চলাচল করছে। যার কারণে এই মহাসড়কে বেড়েই চলেছে মর্মান্তিক দুর্ঘটনা।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০