রাজশাহীর পুঠিয়ায় পাওয়ার ট্রলির চাপায় হাসিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত হাসিনা বেগম উপজেলার ভালুকগাছি-নন্দনপুর পূর্বপাড়া গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী। স্থানীয়রা লোকজন ট্রলি চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছেন। আজ সোমবার দুপুর একটার দিকে ভালুকগাছি-বিড়ালদহ সড়কে এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপরের দিকে নিহত ওই মহিলা বাড়ির পাশে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রলি চালক লিটন আলী (২৪) ও হেলপার মিলন (২১) কে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছেন। পাশাপাশি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০