পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব ও ভূমিকা বিষয়ক ব্র্যাকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। রবিবার সকাল ১১টায় উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেয়ার বেগমের সভাপতিত্বে ও জোনাল ম্যানেজার জিজেডি ব্র্যাক রায়হানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুঠিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল হক ও উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান।
ব্র্যাকের পক্ষে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক অনুপম সেন গুপ্ত ও শাখা ব্যবস্থাপক হেলাল হেমব্রম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহেদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন বাকীঁ, সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়নের কাজী, এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ ও ইউপি সদস্যগণেরা।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০