পুঠিয়ায় জাতির পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০১৮, ৭:২৯ পি.এম
পুঠিয়ায় জাতির পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পৌর মেয়র রবিউল ইসলাম রবি, আওয়ামীলীগ নেতা মরিনরুল ইসলাম তাজুল, আব্দুস সামাদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০