পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে শাহীন আলম (৩০) নামের এক বাখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহীন আলম উপজেলার ধোপাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বলেন, অভিযুক্ত শাহীন আলম দীর্ঘদিন থেকে ওই স্কুলে আগত বিভিন্ন ছাত্রীদের উত্যক্ত করতো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান ইভটিজিং বিরোধী মোবাইলকোট পরিচালনা করেন। সেখানে তথ্য প্রমানিত হওয়ায় তাকে ৬ মাসের স্বশ্রম কারাদণ্ড প্রদান করেন। থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামীকে দুপুরে জেল-হাজতে পাঠিয়েছেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০