পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় মাদক সেবনের দায়ে এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি মুরাদুল ইসলাম সনেটসহ তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে পুঠিয়া উপচেলার বানেশ্বর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেসরকারী এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি ও রাজশাহীর দুর্গাপুর উপজেলার হামিদুজ্জামানের ছেলে মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানার হড়গ্রাম এলাকার বজলুর রশিদের ছেলে রনি (৩২), আলীগঞ্জ এলাকার শামশুল হকের
ছেলে রিপন আলী (২৮), রাজপাড়া থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে রুবেল (২৮) ও রাজপাড়া থানার লক্ষিপুর ডিঙ্গাডোব এলাকার আয়েশ উদ্দিনের ছেলে আকিব (২৮)। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শাকিল উদ্দিন আহমেদ বলেন, মাদক সেবনের দায়ে সাংবাদিক পরিচয়ধারী মুরাদুল ইসলাম সনেটসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের মাদক সেবনকারী হিসেবে ২৬ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর ২৪ ঘন্টা/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০