রাজশাহীর পুঠিয়া থেকে ২৭৫ গ্রাম গাঁজা সহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার চিনিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: রাজশাহী জেলার চারঘাট ঝিকড়া পলাশবাড়ী এলাকার আমজাদ হোসেনের ছেলে আসাদুল (৩৫), পুঠিয়া উপজেলার ছোট কান্দ্রা গ্রামের মওলা বক্স খলিফার ছেলে জিয়া (৩৭) এবং বাড়ইপাড়া গ্রামের আবুল বাসারের ছেলে একেএম মোসলে উদ্দিন সুইট (৩৮)।
র্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০