পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় সাথী রাণী দাস (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ১১টার সময় পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের হলদার পাড়া এলকায় তার ভাড়া বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত সাথী রাণী বাঘা উপজেলার আড়ানী পাঁকা গ্রামের সুধোন মহন্তের স্ত্রী। সাথী রাণীর বাবা দুলাল চন্দ্র হলদার বলেন, সকালে আমার মেয়ে তার শশুর অসুস্থ্য হওয়ায় তাকে দেখতে যাওয়া নিয়ে স্বামীর সাথে বাক বিতন্ডা হয়। তার স্বামী উপজেলা সদরের তাহেরপুর মোড়ে চায়ের দোকানে চলে যায়। সেসময় সে বাড়িতে একা
ছিলো। সেই সুযোগে স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সাথী রাণী আতœহত্যা করে। পরে সাথী রাণীকে ঘরের তীরের সাথে ঝুলতে দেখে পুঠিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এব্যাপরে পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ সাকিল উদ্দীন আহম্মেদ জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। সাথী রাণীর মৃত্যুতে কেও বাদী না হওয়ায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০