পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বাষিক শিক্ষক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী( ৫) আসনের সাংসদ ও খাদ্য মন্ত্রানালয়ের সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী জেলা সভাপতি, আবুল কালম আজাদ,বিশেষ অতিধি ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ আনারুল ইসলাম জুম্মা, উপজেলা নির্বহী কর্মকতা আব্দুল্লাহ আল মাহমুদ, পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবি, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহিদুল হক, বাশিস রাজশাহী জেলার সভাপতি মুজিবুর রহমান সরকার, অধ্যক্ষ মণিরুল ইসলাম তাজুল, বাশিস পুঠিয়া শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উইলিয়ামের সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন, প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক, বাশিস রাজশাহী জেলার আব্দুল বারী। এ ছাড়াও অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য জি.এম.হিরা বাচ্চু, পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, জেলা সেচ্ছা সেবক লীগেরর যুগ্ন আহবায়ক আব্দুস সামাস, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী সহ উপজেলার সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক,শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০