পুঠিয়ায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৮:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২১, ৪:০০ পি.এম
পুঠিয়ায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রাাজশাহীর পুঠিয়ায় করোনায় আক্রান্ত মাহাফুজুর রহমান (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত মৃত ব্যাংক কর্মকর্তা মাহাফুজুর রহমান উপজেলার বানেশ্বর ইউনিয়নের নাজগ্রাম গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
গত ৬ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার রাতে পারিবারিকভাবে তার মৃতদেহ দাফন করা হয়। মৃত ব্যাংক কর্মকর্তার মাহাফুজুর রহমান গ্রামীন ব্যাংক
ঢাকার মানিকগঞ্জের সদর শাখায় প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মৃতের পারিবারিক সূত্রে জানাগেছে, মানিকগঞ্জের সদর শাখায় কর্মরত অবস্থায় মাহাফুজুর রহমান অসুস্থ্য হয়ে পড়ে। সেখানে অসুস্থ্য হয়ে পড়েলে সে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে অসুস্থ্য থাকা অস্থায় তার ছোটভাই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা জটিল হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে তার মৃতদেহ পারিবারিক ভাবে দাফন করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০