পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় অভিনব কায়দায় ফর্মেসীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রশিক্ষিত সংঘবদ্ধ চোরেরা এ অভিনব কায়দায় চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে কতজন চোরেরা এ অভিনব চুরির সাথে জড়িত আছে তা জানা যায়নি। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ত্রিমোহনী বাজারের কাউন্সিল রোডের ফাতেমা ড্রাগ হাউসে এ চুরির ঘটনাটি ঘটেছে। ড্রাগ হাউসের মালিক মোতাহার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় রাত্রিতে দোকানে বেচাকেনা শেষ করে বাড়িতে যাই। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের পিছনের দরজার সার্টারের তালা ভাঙ্গা। পরে দোকানে ঢুকে দেখতে পাই র্যাকে সাজিয়ে রাখা ওষুধ গুলো নাই এবং নিচে কিছু ওষুধ পড়ে আছে। চোরেরা পকেট গেটের হাডবোর্ডটি ভেঙ্গে বাহির থেকে র্যাকে থাকা বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে। এতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার ঔষধ তারা চুরি করেছে। তবে চোরেরা চুরির সময় দোকানের ভিতর ঢুকলে সিসি ক্যামেরায় তারা ধরা পরবে বলে বাহির থেকে চুরি করে। পরে দোকানের থাকা সিসি ক্যামেরায় দেখা যায়। একজন চোর বাহির থেকে হাডর্বোড ভেঙ্গে একটি ফুটা করে। পরে সেই ফুটা দিয়ে বাহির থেকে হাত দিয়ে দোনের র্যাকে থাকা ওধুষ চুরি করছে। দোকান মালিক মোতাহার হোসেন চুরির বিষয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০