রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছেন র্যাব-৫ এর সদস্যরা। এ সময় বিপুল পরিমান প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। ওই ঘটনার সাথে জড়িত কারখানার মালিকসহ দুইজন কর্মচারিকে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত উপকরণ গুলো আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপর সাড়ে ১২ থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার পালোপাড়া গ্রামের ওই কারখানায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানা যায় ওই কারখানায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কোম্পানির নাম এবং স্টিকারযুক্ত নকল কসমেটিকস তৈরি করা হচ্ছে। গোপন সংবাদে আজ সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। তিনি কারাখানার মালিক মহিউদ্দিন কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার কর্মচারি জাহাঙ্গীর শেখকে ২ হাজার ও সৈয়দ হাফিজুল আলীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০