রাজশাহীর পুঠিয়ায় এক যুবকের(২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
শনিবার (২২ অক্টোবর) সকাল দশটার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকার শ্রীরামপুর বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুঠিয়ার সাধনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন জানান, শ্রীরামপুর বিলে এলাকার লোকজন সকালে কাজের জন্য গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে ঘটনা স্থলে গিয়ে পুঠিয়া থানায় খবর দিই। এরপর পুঠিয়া সার্কেলের এএসপি ইমরান জাকারিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন এসে লাশটি উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটিকে রামেক হাসপাতালে পাঠানো হবে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০