পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট ধাঁদাস গ্রামে শর্টশার্কিটের আগুনে দুইটি বাড়ির ৮টা শয়ন কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে গবাদী পশুসহ প্রায় সাড়ে তিন লক্ষ্যধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সন্ধ্যায় ছোট ধাঁদাস গ্রামের মৃত: হাবিবুর রহমানের ছেলে মোজাম্মেল, আ: হাকিমের ছেলে আবুল বাসারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাঁয়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সেপেক্টর হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন। এলাকাবাসী ও ফাঁয়ার সার্ভিস কর্মীরা জানায়, পুঠিয়া উপজেলার ছোট ধাঁদাস গ্রামের একটি বাড়িতে বুধবার সন্ধ্যা সাড়ে ৪টায় শর্টশার্কিটের আগুন লাগে। অগুন লাগার সঙ্গে, সঙ্গে অগুনের শিলাহন লিলা দাউ,দাউ করে মোজাম্মেল, জাহাঙ্গীর, তরিকুল, রানার, মান্নার, আবুল বাসার, সৈয়দ, রিয়াজুল, আবুল হোসেনের কাচা টিনের
৮টা শয়ন কক্ষ পুড়ে ভ’ষিভুত হয়। ছাগল(খাসি),টেবিল-চেয়ার, আন্না, খাট, টিভি, ফ্রিজ, মোবাইল, জমির আবাদি ফসলসহ প্রায় সাড়ে তিন লক্ষ্যধিক টাকা ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগার পর, পরেই স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দেওয়ার পর অগুন নিয়ন্ত্রণে না আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পুঠিয়া উপজেলা ফাঁয়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিটের প্রায় ১ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০