রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান ওরফে শের খানকে ধর্ষণের অভিযোগে বরগুনা থেকে আটক করেছে পুলিশ। রোববার রাত দশটার দিকে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করে এক কলেজ ছাত্রী।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে পুঠিয়া থানা পুলিশ বরগুনা সদর থানা পুলিশের সহযোগিতায় সেখানকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে। মামলার পর এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল সে।
মামলা সূত্রে প্রকাশ, দেড় বছর আগে এক কলেজ ছাত্রীর সাথে পরিচয় ঘটে তার। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। তাকে বিয়ের কথা বললে কিছুদিন থেকে টালবাহানা শুরু করেছে সে। মীমাংসার কথা বলে ডেকে নিয়ে রোববার তাকে ধর্ষণ করে মেয়র মামুন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, ধর্ষণ মামলার আসামী মেয়র মামুনকে বরগুনা সদর থানা পুলিশের সহযোগিতায় আমরা সেখানকার একটি হোটেল থেকে আটক করেছি। তাকে পুঠিয়া থানায় আনা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০