পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়া উপজেলার ভালুকগাছী ও শিলমাড়িয়া দুটি ইউনিয়নে তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ ভোট গ্রহন হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিনে দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী ৯ জন, সাধারন সদস্য পদে ৮৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ জন প্রতিদ্বন্দী প্রর্থিদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, ভালুকগাছি ইউনিয়নের ৬ জন চেয়ারম্যান প্রার্থী আ’লীগ মনোনিত তাকবীর হাসান (নৌকা), বিএনপি মনোনিত তৌহিদুল ইসলাম (ধানের শীষ), সতন্ত্র নাজমুল গনি পিন্টু (ঘোড়া), শাহজাহান আলী (আনারস), সতন্ত্র মুঞ্জুর রহমান (চশমা), সতন্ত্র মাইনুল ইসলাম তোতা (মোটরসাইকেল) এবং শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আ’লীগ মনোনিত সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা), বিএনপি মনোনিত আসাদুজ্জামান আবু হায়াত (ধানের শীষ) ও ওয়ার্কার্স পার্টি সমর্থীত প্রার্থী আজাহারুল ইসলাম (হাতুরি)। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জয়নুল আবেদিন জানান, মঙ্গলবার থেকে ভোটের প্রচার-প্রচারনা শুরু হয়েছে।
আগামী ২৯ শে মার্চ ভোট প্রহন অনুষ্ঠিত হবে। এ ব্যপারে উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে । প্রতীক বরাদ্দের পর দুই ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে নির্বাচনে প্রচার প্রারনায় আচরনবিধি লঙ্ঘন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার জয়নুল আবেদিন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০