রাজশাহীর পুঠিয়া উপজেলা কৃষক দলের ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে রিপন রেজাকে আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠুন এই কমিটির ঘোষণা দেন। এই কমিটিকে তিন মাসের মধ্যে উপজেলা কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষক দলের আহবায়ক রিপন রেজা বলেন, আমাদের কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে সাথে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে যথাসাধ্য চেষ্টা করা হবে।
জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, সামনে এক দফা আন্দোলন হবে। তাই পুঠিয়া উপজেলা কৃষক দলকে গতিশীল করতে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০