রাজশাহীর পুঠিয়ায় বেলপুকুর এলাকায় অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। জেলা পরিষদের অনুমোদন ছাড়াই রায়পাড়া পুকুর পাড়ের একটি বিশাল কড়ই গাছ কেটে বিক্রয় করে দিয়েছে ওই ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শফিকুল মেম্বার রায়পাড়া এলাকায় জেলা পরিষদের একটি পুকুর ও জমি টেন্ডার নিয়ে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে আসছে। সেই সূত্রে তিনি ওই গাছটি কেটে বিক্রয় করেন বলে জানান এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, বেলপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রায়পাড়া পুকুর পাড়ে একটি কড়ই গাছ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কেটে বিক্রয় করা হয়। গাছটির মূল্য ৫০ হাজার টাকা।
এ বিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, আমরা গাছ লাগাই আমরা গাছ কাটিনা। যে ব্যক্তি অভিযোগ করেছে তার সাথে আমার দ্বন্দ্বের কারণে সে আমার নামে একটি মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমরা জনপ্রতিনিধি আমরা জনগণের জন্য কাজ করি। আমি জেলা পরিষদের কোন গাছ কাটিনি বা বিক্রয় করিনি। আমি যে গাছ কেটেছি এমন কোন ছবি বা ভিডিও ফুটেজ যদি থাকে আমাকে দেখাতে বলেন।
এ বিষয়ে রাজশাহীর জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদ বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। আমার অফিস আমাকে এ বিষয়ে অবগত করেছে। ঢাকায় থাকার কারণে আমি এ বিষয়ে কিছুই বলতে পারছি না।
রাজশাহী জেলা পরিষদের সার্ভেয়ার আলিফ হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গাছ কাটা হয়েছে এমন সত্যতাও পেয়েছি। গাছটা শফিকুল মেম্বার কেটেছে নাকি অন্য কেউ কেটেছে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০