নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় দৈনিক নায়াদিগন্ত পত্রিকা ও খবর২৪ঘন্টার সাংবাদিক আরিফ শাহাদাত এর উপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার ধনঞ্জপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আরিফ শাহাদত (৪৩) ধনঞ্জপাড়া গ্রামের আফসার আলীর ছেলে ও পুঠিয়া প্রেসক্লাবের সদস্য সচিব।
জানা গেছে, বাড়ির পাশে গভীর নলকূপের পানির ড্রেনের বিষয় নিয়ে একই গ্রামের মোঃ আবুল কালাম আজাদ তাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম আজাদের ছেলে সাজেদুল ইসলাম (২৮) অতর্কিত ভাবে ইট দিয়ে সাংবাদিক আরিফ শাহাদাত এর মাথায় আঘাত করে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা সাংবাদিক আরিফ শাহাদাতকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করান। এসময় তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০