পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মী গৃহবধূ শ্রাবণী রানী সরকারের(৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। তিনি হোমিও চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র সরকারের স্ত্রী। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমন চিরকুট পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
রোববার ভোরে পুঠিয়া সদরের কাঠালবাড়ীয়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনাটি আত্মহত্যা মনে হলেও রহস্যজনক। তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিধান চন্দ্র সরকার জানান, তার স্ত্রী মানসিক রোগী ছিল। শনিবার দিবাগত রাতে আমরা খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ি। রাত চারটার দিকে ঘুম ভাঙলে তাকে পাশে না পেয়ে ছেলেমেয়েকে ডেকে উঠাই। পরে পাশের একটি রুম আটকানো দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করি। তার কোন সাড়া না পেয়ে দরজা ধাক্কায়ে ছিটকানি ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামায়।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, রোববার সকাল নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ঘটনা স্থলে যাই। ওই মহিলার মানসিক রোগের চিকিৎসা চলছিল। ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। কিন্তু তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এ কারণে তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএ.
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০