রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক বাচ্চু মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন মাইক্রোবাসটি আটক করে অগ্নিসংযোগ করেছে।
এ সময় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শুক্রবার (জানুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের বিড়ালদহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া ওই এলাকার ইমরান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন বলেন, দুপুরের দিকে বাচ্চু মিয়া হোন্ডা নিয়ে বিড়ালদহ মাজার মসজিদে নামাজ পড়তে আসছিল। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি হাইএস মাইক্রোবাস তাকে সজরে ধাক্কা দেয়। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
পরে এলাকার লোকজন ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোতে থাকা সকলেই পালিয়ে যায়।
এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশ (শিবপুরহাট থানার) ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটিতে অগ্নিসংযোগ করে। এতে আগুনে গাড়িটি পুড়ে যায়। আগুনের কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০