রাজশাহীর পুঠিয়া জাতীয় শোক দিবস উপলক্ষে পুঠিয়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি ও ডা. মনসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৮ আগস্ট) পুঠিয়া পি এন সরকারি বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক শাহরিয়ার রহিম কনক।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশের শত্রুরা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে এনেছেন।
বিশেষ অতিথি বক্তব্যে ডা. মনসুর রহমান আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ রেতা আসাদুজ্জামান আসাদ, জমসেদ আলী, আহসানুল হক মাসুদ, বদিউজ্জামান বদি, আশরাফ খান ঝন্টু, জিল্লুর রহমান, হোসনে আরা বেগম, আবদুল মতিন মুকুল, আসাদুজ্জামান মাসুদ, যুবলীগ নেতা ওবায়দুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০