রাজশাহীর পুঠিয়ায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দুদুর মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ উদ্দিন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা, জেলা উপ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম ফারুক, সাবেক মেযর ও জেলা আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম রবি,
পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ভালুকগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম পারভেজসহ ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০