পুুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মুক্তিযোদ্ধা আবু তাহের (৭০) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত রবিবার দিবাগত রাত্রি ৩টার সময় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। তিনি দীর্ঘ দিন থেকে হৃদরোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের উপজেলার বানেশ্বর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা। সোমাবার সকাল সাড়ে ১১টার সময় দুর্লভপুর কেন্দ্রিয় গোরস্থানে নামাজে জানাযার আগে গার্ড অব অনার প্রাদন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সাংসদ,জাতীয় পাটির জেলা সভাপতি
মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী সুলতান প্রমুখ। গার্ড অব অনার শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের নামাজে জানাযায় অংশ নেয় এলাকার মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। জানাযা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে দুর্লভপুর কেন্দ্রিয় গোরস্থানে দাফন করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০