রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক রেজাউল করিমকে (৪০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে সরিষার জমিতে ফেলে ভ্যানগাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায় পুলিশ।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে পুঠিয়ার ম্যাচপাড়া বিলের মধ্যে একটি সরিষার জমি থেকে রেজাউলকে উদ্ধার করে পুলিশ।
তার বাড়ি নাটোর সদরের জালালাবাদ এলাকার নোয়াখালী পাড়ায়।
রেজাউলের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে সে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন।
এদিকে রোববার সকালে পুঠিয়ার ম্যাচপাড়া গ্রামের লোকজন কাজের জন্য বিলে গেলে রেজাউলকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পুঠিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ভ্যানচালক রেজাউলকে কুপিয়ে মৃত ভেবে একটি সরিষার জমিতে ফেলে যায় দুর্বৃত্তরা। এসময় তার ভ্যানটি নিয়ে গেছে। ভ্যানচালক বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০