রাজশাহীর পুঠিয়ায় ব্যাটারি চালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জামিলা খাতুন নামের সাড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে নকুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে আটটার দিকে পুঠিয়ার নকুলবাড়িয়া বগুড়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জামিলা ওই গ্রামের জুয়েল রানার মেয়ে।
নিহতের ফুফা আফাল উদ্দিন জানান, জামিলা তার সমবয়সী আরেকজন প্রতিবেশীর সাথে বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এসময় উত্তর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যান তার উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ভ্যানচালক তাকে মৃত দেখে দ্রুত পালিয়ে যায়। পরে সাথে থাকা বাচ্চাটি এসে খবর দিলে পরিবারের লোকজন সেখানে গিয়ে তার লাশ দেখতে পায়। তবে ভ্যানচালকের পরিচয় জানা যায়নি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, শিশু জামিলার মৃত্যু মর্মান্তিক। তবে পালিয়ে যাওয়া ভ্যানচালকের সন্ধান করা হচ্ছে। ওই শিশুর পরিবারের কথা বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০