পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় "জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা "শ্লোগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়৷
শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলা পরিষদ গেট থেকে শুরু করে তাহেরপুর রাস্তার দুই পাশে দোকান, ভ্যান চালক ও শ্রমিকদের মাঝে তারা এই লিফলেট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি, অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার, ঘোষণাপত্রে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখ, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিস্কার করা, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে।
এছাড়াও জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্ত করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ্ত করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে। সবশেষে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করতে হবে। লিফলেটে উল্লিখিত এসব বিষয় সাধারণ মানুষের মাঝে সুশৃঙ্খল ভাবে তুলে ধরেন ছাত্ররা৷
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি ফাতিন মাহদী, মহানগর প্রতিনিধি আল আশরারুল ইমাম (তানিম), জেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম সাজু, পুঠিয়া উপজেলা প্রতিনিধি মো. মোখলেসুর রহমান বিজয়, রিকো মন্ডল, সাফিন আক্তার, মেহেদি হাসান বাবু, সিহাব উদ্দিন, ইমন, রায়হান, প্রিন্স, আবির প্রমুখ।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০