রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা রফিক হাজীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি জিউপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং সার কীটনাশক ব্যবসায়ী।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকাল দশটার দিকে রফিক হাজী পুঠিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
রফিক হাজী জানান, বর্তমান পরিস্থিতিতে গ্রেফতার হওয়ার আশঙ্কায় তিনি রাতের বেলা বাড়িতে থাকেন না। মঙ্গলবার ভোরে তার স্ত্রী তাকে ডাকাতির ঘটনা জানায়।
তার স্ত্রী বলেন, আমার স্বামী বাড়িতে ছিল না। ৬/৭ জন লোক সোমবার দিবাগত রাতে তার বাড়ির দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় প্রত্যেকের মুখ কাপড়ে ঢাকা ছিল এবং তাদের হাতে ধারালো ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ১৬/১৭ ভরি স্বর্ণালঙ্কার সহ তিন লাখ টাকা নিয়ে গেছে।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে ওই বাড়িতে ডাকাতি হয়েছে বলে মনে হচ্ছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০