পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় বাস মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পুঠিয়ার ভাড়োরা গ্রামের আবু হানিফ(৪০), তার স্ত্রী ফাতেমা বেগম(৩৫) এবং শালিকা যুথি খাতুন(১৮)।
শনিবার দুপুর দেড়টার দিকে পুঠিয়ার আর শিবপুর এই ঘটনা ঘটে। নিহত ফাতেমার বেগম ও তার বোন যুথী খাতুন পুঠিয়ার আলো পাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান নিহতরা মোটরসাইকেল যুগে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পুঠিয়ার শিবপুরে গ্রামীনফিডের কাছে পৌঁছলে নাটোর থেকে আসা একটি বাস মোটরসাইকেল টিকে ধাক্কা দিয়ে দ্রুত রাজশাহীর দিকে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলে মোটরসাইকেলে থাকা তিনজন মারা যান।
পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি অজ্ঞাত হওয়ায় তার পরিচয় সংগ্রহ করা যায়নি।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০