রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের নামাজ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ।
শনিবার (৬ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে জেলা ডিবি পুলিশের নেতৃত্বে একটি টিম উপজেলার নামাজগ্রাম এলাকার সুজন বাবুর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় ১০৫ বোতল ফেনসিডিলসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়া থানাধীন নামাজ গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সুজন বাবু (৩৫), মৃত. মফিজ উদ্দিন ছেলে আমিনুল ইসলাম (২৫), সুজন বাবুর স্ত্রী তাসলিমা খাতুন (৩০) ও বেলপুকুরিয়া থানাধীন আগলা গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৭) ও জামিরা এলাকার তুখরেজুল এর ছেলে ওয়াকিল ইসলাম (২৪)।
আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০