রাজশাহীর পুঠিয়ায় দুই সন্তানের জননী রিমা খাতুন (২৪) প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। পুঠিয়ার জিউপাড়া এলাকার ডাঙাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রিমা ডাঙাপাড়ার মিঠুন আলীর স্ত্রী।
রোববার (১৬) দুপুর থেকে একই গ্রামের কামের আলীর ছেলে প্রেমিক আলমগীর হোসেনের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা রিমা।
রিমা খাতুন জানান, প্রেমিক আলমগীর তার প্রতিবেশী দেবর। দুই বছর থেকে আলমগীর তার বাড়িতে যাতায়াত করে। এর মাঝে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। আলমগীর কিছু খাইয়ে তাকে পাগল করেছে। বছর খানেক ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক চলছে।
ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, ঘটনা শুনে তাদের বাড়িতে যাই। রিমার দু'টি সন্তান রয়েছে। গতকাল রোববার থেকে তিনি আলমগীরের বাড়িতে অবস্থান করছেন। রাতেও তার বারান্দায় ছিল।
জিউপড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করতে বলেছি তাদেরকে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ঘটনাটি রাতে শুনেছি। তবে কোনো পক্ষই থানায় জানায়নি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০