রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত রাতে পুঠিয়ার বিভিন্ন স্থানে পুকুর খননকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল, মঙ্গলপাড়া ও পচামাড়িয়াসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে রাতোয়াল, মঙ্গলপাড়া ও পচামাড়িয়ায় মাটি খননের স্থান থেকে স্কেভটর মেশিনের পাঁচটি ব্যাটারি ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযান হবে এরকম অনুমান করতে পেরে মালিক ও স্কেভেটর চালকরা আগেই পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কাউকে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর জানান, অনেকে অবৈধভাবে পুকুর খননের কাজ করছে। এতে কৃষি জমি কমে যাবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে। একারণে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০