রাজশাহীর পুঠিয়ায় নিউ একতা বিস্কুট ফ্যাক্টরির পাউরুটিতে বিড়ির মোথা পাওয়া গেছে। সাবেক সেনাসদস্য আব্দুস সোবহান একটি চা স্টল থেকে পাউরুটি কিনে প্যাকেট থেকে ছিঁড়তেই চোখে পড়ে বিড়ির মোথা।
বুধবার (১১জানুয়ারি) সকাল নয়টার দিকে পুঠিয়া সদরের তাহেরপুর রোডে সনজিতের চা স্টলে এ ঘটনা ঘটে।
স্টল মালিক সনজিত জানান, আমি বেলাল নামের একজন সেলসম্যানের কাজ থেকে প্রতিদিন বিস্কুট পাউরুটি ক্রয় করি। পাউরুটি গুলো পুঠিয়ার নিউ একতা বিস্কুট ফ্যাক্টরির। সোবহান নামের এক ব্যক্তি পাউরুটি কিনে প্যাকেট খুলতেই বিড়ি মোথা দেখা যায়।
সেলসম্যান বেলাল জানান, আমি একটি ফ্যাক্টরি থেকে কিনে বিভিন্ন দোকানে সাপ্লাই দিই। পাউরুটির মধ্যে বিড়ির মোথা পাওয়া গেলে তার দায় মালিকের। এদিকে পাশের চা স্টল মালিক চাঁন মিয়া বলেন, গতকাল মঙ্গলবার আমার স্টলের একটি পাউরুটিতেও বিড়ির মোথা পাওয়া গেছে।
পাউরুটি ক্রেতা আব্দুস সোবহান জানান, ঘটনাটি সত্য। ছবি তুলে রেখেছি। জরুরি কাজে পাশের উপজেলায় এসেছি। ফিরে গিয়ে ইউএনও স্যারকে জানানো হবে।
ফ্যাক্টরি মালিক মনির হোসেন বলেন, আপনারা জানালেন। কি আর করার আছে। এখন থেকে সতর্ক থাকব।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০