পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: পুঠিয়ায় ধর্ষণ মামলার আসামীর দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মামলার ভিক্টিম ও তার পরিবার। বৃহস্পতিবার বিকাল ৪টায় পুঠিয়া উপজেলার তাজ কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্ষণ মামলার বাদি আরজু খাতুন রুমা। এ সময় উপস্থিত ছিলেন, তার মা মোসাঃ রুমিয়া বেগম ও তার ছোট বোন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি তারিখে উপজেলার বেলপুকুর
থানায় ধর্ষণ মামলার আসামী অনিক ও তার পরিবার এলাকার প্রভাবশালী হওয়ার মামলার পর থানা পুলিশ তাদেরকে বাঁচাতে মামলার এজাহারে ঘটনার স্থলের জায়গায় বেলপুকুর উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামের না লিখে ভিক্টিমের বাড়ির শয়ন কক্ষক উল্লেখ করা হয়েছে। এছাড়াও মোটা অংকের অর্থের বিনিময়ে ঘটনাস্থলের কোন সাক্ষী গ্রহন না করে বেলপুকুর থানা পুলিশ মনগড়া এজাহার লিখে ভয়ভীতি প্রদর্শন করে এজাহারে সাক্ষর করতে বাধ্য করে বলে মামলার ভিক্টিম আরজুবেগম সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০