রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারের থেকে ১০ ব্যারেল ভোজ্যতেল ডাকাতির ঘটনা ঘটেছে। দোকান মালিকরা সকালে দোকানে এসে এ ঘটনা জানতে পারেন।
বুধবার (৮ মার্চ) ভোররাতে বানেশ্বর বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। বাজারের সিসি ফুটেজে একটি পিকআপ গাড়িতে তেলের ব্যারেল গুলো উঠাতে দেখা যায়।
বাজারের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোর চারটার দিকে একটি পিকআপ গাড়িতে করে ৮/১০ জন লোক আসে বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে। এর পর তারা সাগর সৈকত স্টোর নামক একটি দোকানের সামনে থেকে পাঁচ ব্যারেল (১ হাজার ১০ লিটার), আল আমিন স্টোরের সামনে থেকে ১ ড্রাম সরিষার (২১০ লিটার) এবং খাদ্য ভান্ডারের সামনে থেকে ৪ ব্যারেল (৮০০ লিটার) তেল পিকআপে তুলে নিয়ে যায়।
ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১১ মিনিট পর্যন্ত এই ৪ মিনিটের মধ্যে তারা ১০ ড্রাম তেল গাড়িতে তুলে নিয়ে চলে যায়।
বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি যুবায়ের মণ্ডল বলেন, সিসি ফুটেজ দেখে আমরা ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। বাজারে নাইট গার্ড থাকে। তাদের সামনে কিভাবে এ ঘটনা হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সিসি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার কাজ চলছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০