রাজশাহীর পুঠিয়ায় একটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসে চালক ও তার সহযোগী ছাড়া কোন যাত্রী ছিলেন না। এটি নাটোরের কিষোয়ান কোম্পানির শ্রমিকবাহী বাস ছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কিষোয়ান কোম্পানির শ্রমিকদের বাগমারার তাহেরপুরে নামাতে গিয়েছিল বাসটি। ফেরার পথে দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে পেট্রল বোমা ছুঁড়ে পালিয়ে যায়। এতে বাসে আগুন লেগে যায়।
এসময় আগুন দেখে বাস থামিয়ে নেমে যান চালক ও তার সহযোগী। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। জানতে পেরে পুলিশও ঘটনাস্থলে যায়।
ওসি জানান, এঘটনায় বাস মালিকের পক্ষ থেকে মামলা হবে। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০