রাজশাহীর পুঠিয়া উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ২ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। এতে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও ভালুকগাছি ইউনিয়নে জিল্লুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের
কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড নিজ দলীয় প্রাথীদের নাম ঘোষনা করেন।
তফসিল ঘোষনার পর এই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আ'লীগের ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য নাম তালিকা জমা দেন।
উল্লেখ্য, তফসিল মোতাবেক উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামি ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাচাই আগামি ৩ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর। আর ভোট গ্রহন আগামি ২৯ ডিসেম্বর।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০