পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের খাল দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া এলাকায় বিকাল সাড়ে চারটা থেকে সন্ধা পর্যন্ত দখল মুক্ত করার কাজ চলে। এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেড ওলিউজ্জামান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী সেলিম রেজা ও পুঠিয়া থানার পুলিশ প্রশাসন। এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেড ওলিউজ্জামান বলেন, কতিপয় দলখদার অবৈধ ভাবে এই খালটি
দখল করে মাছ চাষ করে আসছিলো। এতে উক্ত এলাকার কৃষকেরা ঔই খালে পাট জাগসহ খালটি তাদের কৃষি কাজে ব্যবহার করতে পারছিলো না। তাই খালটি অবৈধ দখল মুক্ত করে এলাকার জনগণের জন্য উন্নমুক্ত করা হলো।উল্লেখ্য গত গত ৩ সেপ্টেম্বর তারিখে বানেশ্বর বিএমডিএর খালে পাট জাগ দিতে বাধা দেওয়ার অভিযোগ শিরোনামে একাধিক অনলাইন ও দৈনিক পত্রিকায় প্রাকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্এিমডিএর খালটি দখল মুক্ত করা হয়েছে। এতে এলাকাবাসী উপজেলা প্রশাসনের এ কাজে সাধুবাদ জানিয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০